কালের খবরঃ গোপালগঞ্জ সদর পৌরসভা নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ রকিব হোসেন স্বতন্ত্র হিসেবে নির্বাচন করে বিপুল ভোটের ব্যাবধানে জয়লাভ করেছেন।তিনি নারিকেল গাছ প্রতীক নিয়ে ৩৪ হাজার ৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ সদর পৌরসভায় প্রতিদ্বন্দ্বী অন্য প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. দিদারুল ইসলাম হাতপাখা প্রতীকে ৭৫০ ভোট, জি এম সাহাব উদ্দিন আজম ক্যারামবোর্ড প্রতীকে ৪৩৩ ভোট, এসএম নজরুল ইসলাম নুতন হেলমেট প্রতীকে ৩৭৮ ভোট, রেজাউল হক সিকদার রাজু চামচ প্রতীকে ৩৫১ ভোট, কাজী লিয়াকত আলী লেকু মোবাইল ফোন প্রতীকে ২৭৪ ভোট, মুশফিকুর রহমান লিটন ইস্ত্রি প্রতীকে ২৫১ ভোট, দিলীপ কুমার সাহা দীপু কম্পিউটার প্রতীকে ৮৩ ভোট, মৃনাল কান্তি রায় চৌধুরী পপা জগ প্রতীকে ৮১ ভোট ও মোঃ আবুল ফত্তাহ সজু রেল ইঞ্জিন প্রতীকে ৭৮ ভোট পান।উল্লেখ্য গোপালগঞ্জ পৌরসভা নির্বাচন উন্মুক্ত ঘোষণা দেয়া হয়। এখানে প্রধানমন্ত্রীর চাচা শেখ রকিব হোসেনসহ ১১ জন প্রার্থী ভোট যুদ্ধে নামেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৬ মে জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এম বদরুল আলম বদর শেখ রকিব হোসেনকে সমর্থন জানিয়ে তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।এর পর এক এক ৯জন প্রার্থী শেখ রকিব হোসেনকে সমর্থন জানিয়ে নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়ান। ফলে বিপুল ভোটের ব্যবধানে বিজয় লাভ করেন নারিকেল গাছ প্রতীকের শেখ রকিব হোসেন।প্রসঙ্গত, গোপালগঞ্জ পৌরসভা নির্বাচনে ইভিএম পদ্ধতিতে শান্তিপূর্নভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply