কালের খবরঃ
গোপালগঞ্জে প্রথম ডিজিটাল জনশুমারী ও গৃহগণনা বাস্তবায়ন উপলক্ষে উদ্বোধনী বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিসংখ্যান অফিস এ কর্মসূচীর আয়োজন করে।
বুধবার (১৫ জুন) সকালে শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র চত্ত্বরে পায়রা উড়িয়ে এ ডিজিটাল জনশুমারী ও গৃহগণনার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) নাজমুন নাহার। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এ বর্ণাঢ্য র্যালীতে জেলা পরিসংখ্যান অফিসের উপ পরিচালক মোঃ রেজাউল করিম, কোটালীপাড়া পরিসংখ্যান কর্মকর্তা নজরুল ইসলাম, সদর পরিসংখ্যান কর্মকর্তা উজ্জ্বল বিশ্বাসসহ জোনাল অফিসারগণ, বিএনসিসি, সুপারভাইজারগন এবং গণনাকারীগন অংশ নেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply