কালের খবরঃ
গোপালগঞ্জ পৌরসভা ও মুকসুদপুর পৌরসভায় সকাল ৮টায় একযোগে ভোট গ্রহন শুরু হয়েছে।বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এই ভোট গ্রহন চলবে।সকাল থেকেই গোপালগঞ্জ ও মুকসুদপুর পৌরসভায় ভোটার উপস্থিতি সন্তোষজনক। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি আরো বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
বুধবার(১৫ জুন)গোপালগঞ্জ পৌরসভায় ১৫টি ওয়ার্ডে ৩০টি কেন্দ্রে ৫৫ হাজার ৬৬৭জন এবং মুকসুদপুর পৌরসভায় ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রে ১৭ হাজার ৬২৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
গোপালগঞ্জ পৌরসভায় ১০জন মেয়র পদে, কাউন্সিলর পদে ৬০জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২১ জন প্রার্থী ভোটে নেমেছেন।এই পৌরসভায় নির্বাচন উন্মূক্ত করে দেয়া হলেও ১০ প্রার্থীর মধ্যে ৯জনই নির্বচন থেকে সরে দাড়ান আগেই। তারা সবাই প্রধানমন্ত্রীর চাচা শেখ রকিব হোসেনকে সমর্থন দিয়েছেন।
অন্যদিকে, মুকসুদপুর পৌরসভায় মেয়র পদে ৫জন, কাউন্সিলর পদে ২৮জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০জন ভোটে নেমেছেন।মুকসুদপুর পৌরসভায় আওয়ামী লীগের নৌকা প্রতীকসহ মোট ৫জন মেয়র পদে নির্বাচন করছেন।
এ রিপোর্ট লেখ পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।উল্লেখ্য, এই দুই পৌরসভায় ইভিএম মেসিনে ভোট গ্রহন চলছে।এই দুই পৌর সভায় ভোট গ্রহণ সুষ্ঠ ও শান্তিপূর্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply