কালের খবরঃ
গোপালগঞ্জে ডেঙ্গু রোগীর সংখ্যা হাজার ছাড়িয়েছে। প্রতিদিন নতুন নতুন রোগী হাসপাতালে আসছে।সদর হাসপাতালসহ প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খোলা হয়েছে ডেঙ্গু ওয়ার্ড। গত জুন মাস থেকে শনিবার(০২ সেপ্টেম্বর) পর্যন্ত মোট ১হাজার ৯৬জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩জনের। গোপালগঞ্জের সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, জুন মাসে ৭০ এবং জুলাই মাসে ৪০৯জন ও আগস্ট মাসে ৫৩৪জন রোগী চিকিৎসা নিয়েছে। আজ শনিবার গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ১৭জনসহ জেলার চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে মোট ৮৭জন রোগী চিকিৎসা নিচ্ছেন | আর গত ২৪ ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছে ১৯জন। ডেঙ্গু পরিস্থিতি সামাল দিতে হাসপাতালগুলোতে খোলা হয়েছে ডেঙ্গু ওয়ার্ড।
জানা গেছে, ডেঙ্গুতে আক্রান্ত অধিকাংশ রোগী রাজধানী ঢাকাসহ দেশে বিভিন্ন বড় শহর থেকে আক্রান্ত হচ্ছেন। পরে গোপালগঞ্জ এসে জ্বর হলে পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হয়।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply