কালের খবরঃ
আগামীকাল বুধবার (১৫ জুন) অনুষ্ঠিত হতে যাওয়া গোপালগঞ্জ ও মুকসুদপুর পৌরসভা নির্বাচনের সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিভিন্ন কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সমাগ্রী।মঙ্গলবার (১৪জুন) বিকাল ৪টায় জেলা শিশু একাডেমী ও মুকসুদপুর উপজেলা নির্বাচন অফিস থেকে গোপালগঞ্জ ও মুকসুদপুর পৌরসভার কেন্দ্রগুলোর প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে ইভিএম মেসিন, অমোচনীয় কালিসহ বিভিন্ন নির্বাচনী সামগ্রী বুঝিয়ে দেয়া হয়। পরে প্রিজাইডিং কর্মকর্তারা নির্বাচনী সামগ্রী, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও অন্যসব কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিজ নিজ কেন্দ্রে যাচ্ছেন। এবারের নির্বাচন ইভিএম এর মাধ্যমে অনুষ্ঠিত হবে। গোপালগঞ্জ পৌরসভায়১৫টি ওয়ার্ডে ৩০টি ও মুকসুদপুর পৌরসভায় ৯টি ওয়ার্ডে ১৮টি কেন্দ্র রয়েছে। প্রতিটি কেন্দ্রে ৫ জন পুলিশ সদস্য ও ৯ জন আনসার সদস্য নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবেন। প্রতিটি কেন্দ্রে সিসিটিভির আওতায় আনা হয়েছে।এছাড়া ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিপি, র্যাব, পুলিশ ও আনসার সদস্যের সমন্বয়ে মোবাইল টিম রাখা হয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply