টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা সদরের সরদারপাড়া এলাকার বাসিন্দা বেদানা বেগম। তাকে বাংলাদেশ আনসার প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক একটি সেমিপাকা ঘর উপহার দিয়েছেন। বেদানা বেগম শশুরের বসতভিটায় জরাজীর্ণ একটি ছোট টিনের ঘরে বৃদ্ধা শাশুড়ি স্বামী ও একমাত্র ছেলেকে নিয়ে বাস করতেন ।ঘরটি জরাজির্ণ হওয়ায় এই ঘরে বসবাসে তার কষ্টের সীমা ছিল না। বৃষ্টি হলেই ঘরের চাল দিয়ে পানি গড়িয়ে পড়ত। ভাঙাচোরা বেড়া ও টিনেরচালা ফুটো। শীতের দিনে হিমেল হাওয়া ঘরে ঢুকতো। শীত, গ্রীষ্ম, বর্ষা কোন মৌসুমেই বসত ঘরটি বসবাসের উপযোগী ছিল না। অবর্ণনীয় দুঃখ কষ্টের মধ্য দিয়ে তিনি পরিবার পরিজন নিয়ে এই ঘরে বসবাস করতেন।
তিনি বলেন,আমি ভিডিপি সদস্য হিসেবে মাসে পঁচিশত টাকা সম্মানী পাই। আমার স্বামী ছোটখাট ব্যবসা করেন। আমাদের দুজনের আয়ে খাওয়া দাওয়া করেশেষ হতো। ঘর মেরামত ও নতুন ঘর করা সম্ভব ছিল না। আমাদের বসবাসের চরম দুর্ভোগের কথা জানতে পেরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) মহাপরিচালক স্যার আমাকে একটি সেমি পাকা ঘর উপহার দিয়েছেন। এই ঘরে দুইটি রুম, একটি বাথরুম, একটি গোসলখানা ও বারান্দা রয়েছে। সেই সাথে একটি বিশাল পানির ট্যাংকি দিয়েছে। সুন্দর এই ঘরটি পেয়ে আমি খুবই খুশি। পরিবার পরিজন নিয়ে এখানে সুন্দরভাবে বসবাস করতে পারবো। এজন্য তার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সোমবার (২৯ আগস্ট) দুপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আমিনুল হক বেদানা বেগমকে নতুন ঘরের চাবি হস্তান্তর করেন। এদিন বিকেলথেকে তিনি উপহার পাওয়া ঘরে বসবাস শুরু করেছেন।
এসময় টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর চাঁন মিয়া শেখ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
টুঙ্গিপাড়া পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর চাঁন মিয়া শেখ বলেন, পরিবারটি একটি ভাঙাচোরা ঘরের মধ্যে অনেক কষ্টে বসবাস করত। অসহায় এ পরিবারটির পাশে এসে দাঁড়িয়েছে বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনী। তাদেরকে একটি নতুন ঘর উপহার দিয়েছে।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গোপালগঞ্জ জেলা কমান্ড্যান্ট ফজলে রাব্বি বলেন, আমাদের বাহিনীর প্রধান মেজর জেনারেল এ কে এম আমিনুল হক মানবিক হৃদয়ের মানুষ। তিনিই সারাদেশের অসহায় ও দুস্থ ভিডিপি সদস্যদের জন্য নতুন ঘর উপহার দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেন। এ পরিকল্পনার অংশ হিসেবে গোপালগঞ্জ জেলার ৫ উপজেলায় ৫ জন অসহায় ও দুস্থ ভিডিপি সদস্যকে নতুন ঘর করে দেওয়ার কার্যক্রম হাতে নেন। সোমবার তিনি টুঙ্গিপাড়া উপজেলার সরদার পাড়া গ্রামে অসহায় ভিডিপি নারী সদস্য বেদানার কাছে একটি নতুন ঘর হস্তান্তর করেন।
তিনি আরও বলেন, গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া, মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলায় আরো চারটি ঘর নির্মাণাধীন রয়েছে। কমিটির মাধ্যমে প্রকৃত দুঃস্থ ও অসহায় ভিডিপি সদস্যদের চিহ্নিত করে তাদের ঘর দেওয়া হচ্ছে। এর মধ্য দিয়ে দুস্থ ও অসহায় ভিডিপি সদস্যরা মনোরম ঘরে থাকার সুযোগ পাবেন বলেও জানান ওই কর্মকর্তা।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply