কালের খবরঃ
অবশেষে ভোটগ্রহনের একদিন আগে গোপালগঞ্জ পৌরসভা নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী মোঃ দিদারুল ইসলাম।এখন ভোটের মাঠে আর কোন প্রতিদ্বন্দ্বি মেয়র প্রার্থী রইলেন না।দিদারুল ইসলাম তার দলীয় প্রতীক হাতপাখা নিয়ে নির্বাচন থেকে সরে যাওয়ার মধ্য দিয়ে মোট ৯জন প্রার্থী নির্বাচনী মাঠ ছাড়লেন।গোপালগঞ্জ পৌরসভা নির্বাচনে ১০জন মেয়র প্রার্থীর মধ্যে ৯ জন প্রার্থীই নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় একমাত্র প্রার্থী হিসেবে এখন ভোটের মাঠে রয়েছেন নারিকেল গাছ প্রতীকের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ রকিব হোসেন।
সোমবার (১৩ জুন) রাতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষনা দেন দিদারুল ইসলাম।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী হয়ে হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহন করছিলাম। কিন্তু অপর মেয়র প্রার্থী শেখ রকিব হোসেন শেখ পরিবারের সন্তান। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানার্থে আমি পৌর নির্বাচন থেকে শেখ রকিবকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালাম। তার প্রতীক নারিকেল গাছ মার্কায় ভোট দেয়ার জন্য আমার কর্মী সমর্থকদের প্রতি আহবান জানাচ্ছি।”
এসময় জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এম বদরুল আলম বদরসহ কর্মী তার সমর্থকেরা এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply