কালের খবরঃ
গোপালগঞ্জে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ৪৮-তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষে ২০ লাখ টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়। রবিবার(২১ আগস্ট) সকাল ১১ টায় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অফিসের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহসিন উদ্দীন।
যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় গোপালগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক সাজেদুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সায়াদ উদ্দিন আহম্মেদ প্রমুখ বক্তব্য রাখেন । পরে অতিথিবৃন্দ ৩৪ যুবকের হাতে ৪০ হাজার থেকে ১লক্ষ টাকা পর্যন্ত যুব ঋণের চেক তুলে দেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply