কালের খবরঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও ৭৫ এর ১৫ আগস্টের সকল শহীদ ও জেলা সেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক আকরামুজ্জামান আকরাম সহ সেচ্ছাসেবক লীগের প্রয়াত নেতৃবৃন্দের স্মরনে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ আগস্ট) বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত স্মরন সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান।
সদর উপজেলা সেচ্ছাসেবকলীগের উদ্যোগে আয়োজিত স্মরন সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি মোহসীন উদ্দিন সিকদার।
স্মরন সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সেচ্ছাসেবকলীগের সাবেক আহবায়ক নুরুল ইসলাম আব্বাস,যুবলীগ নেতা মাসুদ রানা, পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক আলী নাঈম খান জিমি, সদর উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আব্দুল আজিজ খান, যুগ্ম-সাধারন সম্পাদক কৃষ্ণ পদ পাল প্রমূখ।সভায় বক্তারা প্রয়াত নেতাদের আত্মার শান্তি কামনা করেন এবং দোয়া ও মোনাজাত করেন। পরে সকলের মধ্যে তবারক বিতরন করা হয়।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply