কালের খবরঃ
গোপালগঞ্জ পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণের ঠিক দুইদিন আগে মেয়র প্রার্থী হিসাবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মুশফিকুর রহমান লিটন। এই নিয়ে গোপালগঞ্জে পৌরসভা নির্বাচনে ১০ মেয়র প্রার্থীর মধ্যে ৮জন প্রার্থী সরে দাঁড়ালেন।এখন নির্বাচনী মাঠে নারিকেল গাছ প্রতীক নিয়ে শেখ রকিব হোসেন ও হাতপাখা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মোঃ দিদারুল ইসলাম রয়েছেন।
রবিবার (১২ জুন) রাতে শহরের মৌলভীপাড়ায় মুশফিকুর রহমান লিটনের নিজ বাসবভনে এক সংবাদ সম্মেলন করে মেয়র প্রার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ রকিব হোসনকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষনা দেন লিটন।
নির্বাচন থেকে সরে যাওয়া মেয়র প্রার্থী মুশফিকুর রহমান লিটন বলেন, গোপালগঞ্জ পৌরসভা নির্বাচন উন্মুক্ত করে দেয়ায় ১০জন প্রার্থী ভোট যুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন।কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়র প্রার্থী শেখ রকিব হোসনকে সমর্থন দিয়েছেন।তিনি তার হাত ধরে গোপালগঞ্জ পৌরসভার উন্নয়ন করতে চান। যে কারনে প্রধানমন্ত্রীর সম্মান রক্ষার্থে আজ থেকে আমি পৌর নির্বাচন থেকে সরে দাঁড়ালাম এবং মেয়র প্রার্থী শেখ রকিব হোসেনকে সমর্থন দিলাম। মেয়র প্রার্থী শেখ রকিব হোসেনের প্রতীক নারিকেল গাছ মার্কায় ভোট দেয়ার জন্য তার কর্মী সমর্থকদের প্রতি আহবান জানান তিনি।”
এসময় প্রধানমন্ত্রীর চাচা ও শেখ রকিবের বড় ভাই শেখ কবির হোসেন, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ তার কর্মী সমর্থক এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply