কালের খবরঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষে গোপালগঞ্জে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ।
গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি সহযোগিতায় বুধবার (৮ আগস্ট) বেলা ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত শহরের শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তন চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে গোপালগঞ্জ শহরের বিভিন্ন বিদ্যালয়ের শতাধিক প্রতিযোগি অংশ নেন।
গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার ফারহান কবীর সিফাত বলেন, চিত্রাংকন প্রতিযোগিতার ‘ক’ বিভাগে শিশু শ্রেণি থেকে ৩য় শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয় । এ বিভাগে চিত্রাংকন প্রতিযোগিতার বিষয় ছিল উন্মুক্ত । ‘খ’ বিভাগে ৪র্থ শ্রেণি থেকে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ও ‘গ’ বিভাগে ৭ম শ্রেণি থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেবে। খ ও গ বিভাগে চিত্রাকনের বিষয় ‘ বঙ্গবন্ধু ও বাংলাদেশ’।
ওই কর্মকর্তা বলেন, ‘ক’ বিভাগে ৫ম শ্রেণি থেকে ৭ম শ্রেণির শিক্ষার্থীরা এবং ‘খ’ বিভাগে ৮ম শ্রেণি থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা ‘ বঙ্গবন্ধু ও বাংলাদেশ ’ বিষয়ক রচনা প্রতিযোগিতায় অংশ নেয় ।
জেলা কালচারাল অফিসার ফারহান কবীর সিফাত আরো বলেন, প্রতিযোগিতায় অংশ গ্রহনকারীদের জন্ম নিবন্ধন সনদ প্রতিযোগিতার সময় জমা নেওয়া হয় । চিত্রাঙ্কন প্রতিযোগিতার জন্য কার্টিজ পেপার এবং রচনা প্রতিযোগিতার জন্য কাগজ জেলা শিল্পকলা একাডেমি থেকেই সরবরাহ করা হয় । ইতিমধ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়েছে । ১৫ আগস্ট সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ী শিশু-কিশোর শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম ।
গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক খোন্দকার এহিয়া খালেদ সাদী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামের সম্ভ্রান্ত শেখ পরিবারে জন্ম গ্রহন করেন। তাঁর পিতার নাম শেখ লুৎফর রহমান ও মাতার নাম শেখ সায়েরা খাতুন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। জাতির পিতাকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশে রচিত হয় কলঙ্ক জনক অধ্যায়। বঙ্গবন্ধুকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক খেখান্দকার এহিয়া খালেদ সাদী জানান ।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply