বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের মাসব্যাপী কর্মসূচী পালনের অংশ হিসেবে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করা হয়।এ উপলক্ষে মঙ্গলবার (৮ আগস্ট ) বেলা ১১টায় স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনের সহযোগিতায় একাডেমিক ভবনের নিচতলায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির উদ্বোধন করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মোঃ মোবারক হোসেন, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ শাহজাহান, রেজিস্ট্রার মোঃ দলিলুর রহমান, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া, প্রক্টর ড. মোঃ কামরুজ্জামানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, বঙ্গবন্ধু স্কুল এন্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply