কালের খবরঃ
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) লেকের পানিতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (০১ আগষ্ট) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ কিউ এম মাহবুব ও গোপালগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) বিষয়টি নিশ্চিত করেন। নিহতরা হলেন, পরিবেশ বিজ্ঞান বিভাগের (ইএসডি) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও খুলনা শহর এলাকার তাসফিয়া জাহান রিতু (২১) ও খুলনা জেলার বড় কয়রা মধ্যপাড়া এলাকার মনিরুজ্জামানের মেয়ে অন্যন্যা জাহান হিয়া(২০)। নিহত ওই দুই শিক্ষার্থীর কেউই সাঁতার জানতো না বলে জানা গেছে।
বিশ্ববিদ্যাযালয়ের উপাচার্য প্রফেসর ড. এ কিউ এম মাহবুব জানিয়েছেন, পরিবেশ বিজ্ঞান বিভাগের (ইএসডি) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তাসফিয়া জাহান রিতু ও অন্যন্যা জাহান হিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে গোবরা এলাকায় একটি মেসে থাকতো।মঙ্গলবার দুপুরে বৃষ্টি নামলে ওই দুই শিক্ষার্থী বৃষ্টিতে ভিজে গোসল করার জন্য বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে লেকে নামে। এ সময় হিয়া লেক থেকে উপরে উঠতে গেলে পা পিছলে পানিতে পড়ে যায়। সে সময় সঙ্গে থাকা অপর শিক্ষার্থী রিতু তাকে টেনে উপরে নিয়ে আসতে গেলে সেও গভীর পানিতে পড়ে তলিয়ে যায়।পরবর্তীতে লেকের আশেপাশে থাকা অন্যন্য শিক্ষার্থীরা লেকের পানিতে খোঁজ করতে থাকে।
পরে তাদেরকে খোঁজাখুঁজি করে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে।হাসপাতালে নেয়ার পরে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক উভয়কে পরীক্ষা নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হাসপাতালে ভীড় করেন। এসময় সহপাঠিরা কান্নায় ভেঙ্গে পড়েন। এ সময় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। নিহতদের স্বজনদের সংবাদ দেয়া হয়। পরে আইনী প্রকৃয়া শেষে দুই শিক্ষার্থীর মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। ভিসি আরো বলেন, ওই লেকে গোসল না করার জন্য বারবার নির্দেশনা দেয়া হয়েছে। সাইনবোর্ড টাঙ্গানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজেদুর রহমান আকাশ বলেন, দুই শিক্ষার্থী লেকের পানিতে ডুবে গেছে খবর পেয়ে আমিসহ বেশ কয়েকজন খোঁজাখুজি শুরু করি। বেশ কিছু সময় পর তাদের দুইজনের মরদেহ উদ্ধার করি। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদেরকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাদের মৃত ঘোষনা করেন।
অপর শিক্ষার্থী শিহাব বিশ্বাস বলেন, ওই দুই শিক্ষার্থীকে উদ্ধারের পর বিশ্ববিদ্যালয়ে থাকা মেডিকেল দল ঠিকমত সেবা দিতে পারেনি। এমনকি যে অ্যাম্বুলেন্সে নিয়ে আসা হয়েছে সেখানে কোন অক্সিজেন ছিল না। আমাদের ধারনা সঠিক সময়ে চিকিৎসা সেবা না পাওয়ায় ওই দুই শিক্ষার্থী মারা গেছে।গোপালগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) শীতল চন্দ্র পাল বলেন, বিশ্ববিদ্যালয়ের লেকের পানিতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীর মার্মান্তিক মৃত্যু হয়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলোচনা হয়েছে। পরে নিহত শিক্ষার্থী স্বজনরা হাসপাতালে আসলে তাদের সাথে কথা হয় এবং আবেদনের প্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। মরদেহ নিয়ে পরিবারের সদস্যরা নিজ নিজ বাড়ীতে রওনা দেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply