কাশিয়ানী প্রতিনিধিঃ
পরীক্ষার ফরম পুরোনোকে কেন্দ্র করে রাজপাট ডিগ্রী কলেজের আসবাবপত্র ভাংচুর ও অধ্যক্ষসহ সকল শিক্ষকদের ২ ঘন্টা অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা।পরে পুলিশ তাদের কে উদ্ধার করে।গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাজপাট ডিগ্রী কলেজে রবিবার(২৩ জুলাই) বেলা সাড়ে ১১ টায় এই ঘটনা ঘটে।
কলেজ সূত্রে জানাগেছে, ২০২৩ সালের এইচএসসি,র নির্বাচনী পরীক্ষায় ওই কলেজের ২৯০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। এর মধ্যে মানবিক বিভাগ-২৬৯ জন,ব্যবসায় শিক্ষা বিভাগে-১৬ জন,বিজ্ঞান বিভাগে-০৫ জন । এ পরীক্ষায় মাত্র -৮৯ জন শিক্ষার্থী পাস করে। এবং ২০১ জন শিক্ষার্থী ফেল করে।
গর্ভণিং বডির সভাপতি আওয়ামী লীগের আর্ন্তাজাতিক বিষয়ক সদস্য কান তারা খান সহ কমিটির সকল সদস্য ও শিক্ষকদের নিয়ে আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের জানানো হয় অকৃতকার্য কোন শিক্ষার্থীকে ২০২৩ সালের এইচএসসি পরিক্ষার জন্য ফরম পূরনের সুযোগ দেওয়া হবে না।
অকৃতকার্য শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষার ফরম পূরন করার সুযোগ না দেওয়ায় ওই শিক্ষার্থীরা শনিবার (২২ জুলাই) শিক্ষকদের এক ঘন্টা অবরুদ্ধ করে রাখে।
দ্বিতীয় দিন রবিবার অধ্যক্ষকে আবারও অকৃতকার্য শিক্ষার্থীরা ফরম পুরনের জন্য চাপ দিতে থাকে। অধ্যক্ষ অপারগতা প্রকাশ করলে তখনই বাঁধে বিপত্তি।
শিক্ষার্থীরা কলেজে ভাংচুরের ঘটনা ঘটায় এবং অধ্যক্ষ সহ সকল শিক্ষাকদের অফিস রুমে তালা দিয়ে দুই ঘন্টা যাবত অবরুদ্ধ করে রাখেন।
রামদিয়া তদন্ত কেন্দ্রের ইন্সেপেক্টর আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে আমারা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের অনেক কষ্টে নিয়ন্ত্রণে এনে অধ্যক্ষ ও শিক্ষকদের রুমের তালা খুলে দেই।
গর্ভনিং বডির দুই সদস্য মোঃ ইলিয়াস মোল্যা ও শেখ মোঃ ইলিয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যারা ফেল করেছে,তবে ২০ এর উপরে নম্বর পেয়েছে তাদের ফরম পুরনের সুযোগ দেওয়ার সুপারিশ করা হয়েছে। যারা ২০ নম্বরের নিচে আছে তাদের কোন ক্রমেই সুযোগ দেওয়া হচ্ছে না।
এ ব্যাপারে রাজপাট ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মুনিরুজ্জামান কলেজে ভাংচুর ও শিক্ষকদের দুইঘন্টা অবরুদ্ধ করে রাখার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি আমার গর্ভনিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক কাজ করেছি । এখানে আমার কিছুই করার সুযোগ নাই।
অকৃতকার্য শিক্ষার্থী জহিরুল ইসলাম মোল্যা ও আলজাহ মোল্যা সংবাদকর্মীদের জানায়, ফেল ফেলই । সুযোগ দিলে সকলকেই দিতে হবে এটাই আমাদের দাবী ও আন্দোলনের মূল বিষয়।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply