কালের খবরঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় তারুণ্যের জয়যাত্রা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে নড়াইলের কালিয়া উপজেলার যুবলীগ নেতা আজাদ শেখ হত্যাকান্ডে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয়েছে।
শনিবার (২২ জুলাই) কোটালীপাড়া উপজেলা যুবলীগের আয়োজনে দলীয় কার্যালয় চত্ত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে একটি সমাবেশে মিলিত হয়।
উপজেলা যুবলীগের সভাপতি ফজলুর রহমান দিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সহ-সভাপতি এস এম হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম অহিদুল ইসলাম, মোঃ কামাল হোসেন শেখ, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, রুহুল আমিন খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বাবলু হাজরা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল হাজরা, যুবলীগ নেতা শেখ কাইয়ুমসহ সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা, নড়াইলের কালিয়া উপজেলার যুবলীগ নেতা আজাদ শেখ হত্যাকান্ডে জড়িতদের অবিলম্বে গ্রেফতারসহ শাস্তির দাবি করেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply