মাত্র কয়েক দিন আগেই পালিত হলো মুসলমান ধর্মাবলাম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। এক মাস সিয়াম সাধনার পর আসে পবিত্র ঈদ। তবে এবার প্রচন্ড গরমের কারণে রোজা রাখতে অনেকেরই বেশ কষ্ট হয়েছে। বিশেষ করে গরমের কারণে এ সময়টাতে দেশে ডায়রিয়া রোগেরও প্রাদুর্ভাব ঘটে। এ ক্ষেত্রে শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছে। যেমন ঈদের আগ মুহূর্তে বেশ ঝামেলা পোহাতে হয়েছে ছয় বছর বয়সী আরহামের পরিবারকে। আরহাম খুবই চঞ্চল। খাওয়া-দাওয়ার প্রতি তেমন আগ্রহ নেই। তবে একটু ভাজা-পোঁড়া হলে তার ভালো লাগে। আর রমজান মাসে দেশের অনেক বাসায়ই প্রতিদিন তৈরী হয় ইফতার। আবার বাইরে থেকে মাঝে মাঝে ইফতার নিয়ে আসেন আরহামের বাবা। আর এই বাইরের ইফতারের দিকেই বেশি আগ্রহ আরহামের। ছেলে যেহেতু একটু খেতে চায়, তাই বাবা-মা’ও না করে না।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply