কালের খবরঃ
গোপালগঞ্জে নিখোঁজের চার দিন পর মাসুমা নামের দুই মাস বয়সী এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (০৩ জুলাই) বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার চরপাথালিয়া গ্রামের একটি খাল থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন,নিহত শিশু মাসুমা গোপালগঞ্জ সদর উপজেলার চর পাথালিয়া গ্রামের দিনমজুর আরিফ হাওলাদারের মেয়ে।
তিনি আরো বলেন, গত ৩০ জুন রাতে ঘর থেকে শিশুটি নিখোঁজ হয়। এরপর তাকে বিভিন্ন স্থানে খোজাখুঁজি করেও কোন সন্ধান পাওয়া যায়নি। এমন ঘটনায় শিশুর মাতা ববিতা খানম বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়রি করেন।
সোমবার বিকালে বাড়ির পাশের খালে কচুরিপানার মধ্যে ওই শিশুর মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। পরে লাশের ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কে বা কারা কি কারনে ওই শিশুকে হত্যা করেছে তার কারণ জানাতে পারেনি পুলিশ। তদন্দ পূর্বব ব্যবস্থা গ্রহণ করা হবে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply