কালের খবরঃ
গোপালগঞ্জে বাস ও অটোরিক্সার সংঘর্ষে লিপি বেগম (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। এঘটনায় তার কন্যা আহত হয়েছে।রবিবার (২জুলাই)সকাল সাড়ে ৯ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার মেরী গোপীনাথপুর এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
নিহত নারী জেলার কাশিয়ানী উপজেলার ফুকরা গ্রামের লাবলু মোল্লার স্ত্রী।কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক খান শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ৯ টার দিকে ঘটনাস্থলে একটি ব্যাটারীচালিত ইজিবাইকের সাথে ঢাকাগামী ইমা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে রাস্তার উপর পড়ে ইজিবাইক যাত্রী লিপি বেগম ঘটনাস্থলে নিহত হন। এ সময় তার তিন কন্যা সস্তান আহত হয়। আহতদের গোপালগঞ্জ ২৫০শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরো জানান, নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply