মুকসুদপুর প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে সরকারি জামি ভোগদখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।এক পক্ষ খেলার মাঠ তৈরীর জন্য বালু ভরাটের কাজ শুর করেছে, আর অন্যপক্ষ এলাকার পাট জাগ(পঁচানো)দেবার জন্য জায়গাটি জলাশয় রাখার দাবী জানিয়েছেন।
জায়গাটিতে বলু ভরাট বন্ধের দাবীতে মঙ্গলবার(২৭ জুন) দুপুরে মানববন্ধন কর্মসূচী পালন করে দাসেরহাট, ভ্রমর গ্রাম, খড়িকাইনসহ বেশ কয়েকটি গ্রামের অর্ধশত মানুষ। তারা এদিন দুপুরে খড়িকাইন গ্রামের জলাভূমির সামনে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে গ্রামবাসী।
এসময় জলাভূমি রক্ষার দাবীতে বিভিন্ন ধরনের শ্লোগান দেন মানববন্ধনকারীরা। মানববন্ধন চলাকালে আবুল খায়ের ফকির, প্রকাশ বিশ্বাস, রাজা কাজী, সুবাস বিশ্বাস ও ইমারত মোল্যা বলেন, খড়িকাইন গ্রামের সরকারী খাস জমির এ জলাশয়ে পাট মৌসুমে প্রায় ১০টি গ্রামের কৃষকরা তাদের পাট জাগ দিয়ে থাকেন। কিন্তু এলাকার সাবেক মেম্বার আনোয়ার মোল্যা সরকারী খাস জমি দখল করে বালু ভরাট করছে। এতে পাট মৌসুমে কৃষকরা তাদের উৎপাদিত পাট জাগ দিতে পারবেন না। সময়মত পাট জাগ না দিতে পারলে ক্ষতির সম্মুখিন হবেন কৃষকেরা। কৃষকরা এ জলাভূমি দখলমুক্ত করতে সরকার ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এব্যাপারে অভিযুক্ত আনোয়ার মোল্যা দখলের অভিযোগ অস্বীকার করে বলেন, এলাকার ছেলে-মেয়েরা বিভিন্ন মাদক ও মোবাইলে আসক্ত হয়ে পড়ছে। তাদের বাঁচাতে প্রশাসন ও রাজনৈতিক নেতাদের সাথে কথা বলে এখানে খেলার মাঠ তৈরী করছি। যদি গ্রামবাসী না চান তাহলে আমি কাজ বন্ধ রাখবো। এতে আমার কোন স্বার্থ নাই।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার এস,এম ইমাম রাজী টুলু বলেন, বিষয়টি নিয়ে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ রবিউল আলম সিকদার একদিন আলাপ করেছিলেন।কিন্তু মাটি বা বালু ভরাটের কাজ শুরু হয়েছে এটা আমার জানা নেই। সরেজমিনে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply