বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় ভ্যান চাপায় শিশু নিহত আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণে বিরত থাকতে সেলিমুজ্জামান সেলিমের নির্দেশ এসএম জিলানী মনোনয়ন পাওয়ায় কোটালীপাড়ায় বিএনপির আনন্দ মিছিল বিএনপির প্রার্থী ঘোষণা। কে পেলেন কোন আসন। দেখুন পূর্ণ তালিকা শিক্ষক কালিপদ মন্ডলের ২০তম মৃত্যু বার্ষিকী সালিশ বা দাঙ্গা-ফ্যাসাদে না জড়াতে কর্মীদের কঠোর নির্দেশনা দিলেন- সেলিমুজ্জামান দক্ষিণাঞ্চলে ভাসমান চাষ! জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে এক কার্যকর উপায় ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে নির্বাচনী প্রচারণায় ঝাঁপিয়ে পড়তে হবে – সেলিমুজ্জামান গোপালগঞ্জ ব্লাড ডোনেট গ্রুপের তৃতীয় বার্ষিকী পালন গোপালগঞ্জে বিলের পানি থেকে কৃষকের গলিত মরদেহ উদ্ধার

গোপালগঞ্জে ঈদের নতুন পোষাক পেল দরিদ্র শিশুরা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ জুন, ২০২৩, ১১.৩৪ এএম
  • ২৮৪ Time View

কালের খবরঃ

গোপালগঞ্জ সরকারি শিশু পরিবারের ৭৪ টি দুস্থ শিশুকে ঈদের পোষাক দিয়েছেন  গোপালগঞ্জ পৌরসভার মেয়র শেখ রকিব হোসেন।ঈদ উপহার হিসেবে প্রত্যেক শিশুর হাতে একটি করে ব্লেজার, স্যুট ও কোটি তুলে দেন অতিথিরা।পোষাক বিতরণ অনুষ্ঠনে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।

বিশেষ অতিথি ছিলেন  গোপালগঞ্জ পৌরসভার মেয়র শেখ রকিব হোসেন। অনুষ্ঠানে পৌর মেয়র শিশু পরিবারের শিশুদের নতুন স্কুল ড্রেস, ২টি ডাষ্টবিন ও সোলার সিষ্টেম স্থাপনের ঘোষনা দেন।

সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হারুন-আর-রশীদের সভাপতিত্বে গত বৃহস্পতিবার রাতে ( সাড়ে ৮ টা) সরকরি শিশু পরিবারে অনুষ্ঠিত পোষাক বিতরণ অনুষ্ঠানে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ, সরকরি শিশু পরিবারের উপ-তত্ত্ববধায়ক ( অঃ দাঃ) আল আমিন ও দুস্থ শিশুরা বক্তব্য রাখেন।

সরকারি শিশু পরিবারের শিশুরা দামী এই পেশাক পেয়ে খুবই উচ্ছ্বসিত ও অনন্দিত।

শিশু পরিবারের শিশু সজল মোল্লা ও সজিব শেখ বলে, এত সুন্দর ও দামী পোশাক আগে আমাদের কেউ দেয়নি। এই পোশাক পেয়ে আমরা খুবই খুশি। উৎসব সহ বিভিন্ন বিশেষ দিনে আমরা এই পোষাক পরতে পারব। এই পোষাক পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পৌর মেয়র শেখ রকিব হোসেনের জন্য দোয়া-মোনাজাত করব।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ বলেন, এই শিশুদের কল্যাণের কথা চিন্তা করেন শেখ পরিবারের সদস্য ও মানবিক পৌর মেয়র শেখ রকিব হোসেন। তাই উন্নত সমৃদ্ধ জীবন যাপনের জন্য তিনি  বারবার শিশুদের সহযোগিতা করেন। এই জন্য মানবিক হৃদয়ের অধিকারী এই মেয়রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

বিশেষ অতিথির বক্তব্যে মেয়র রকিব হোসেন শিশুদের উদ্দেশ্যে বালেন, তোমরা দেশের ভবিষ্যতের কর্ণধার। তোমাদের ভাল পথে থাকতে হবে। তোমরা ক্রইমে জড়িত হবে না।পড়াশোর পাশাপাশি খেলাধূলা ও সংস্কৃতির চর্চা করবে। শিক্ষক ও গুরুজনদের শ্রদ্ধা করবে। জতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে মানুষের মতো মানুষ হতে হবে। তিনি শিশুদের বিকশিত হওয়ার জন্য সব ধরণের সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম শিশুদের উদ্দেশ্য বলেন, মানবতার মাতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তোমাদের জন্য ভাতা ও খাবারের মান বৃদ্ধি করেছেন।তোমাদের সুনাগরিক হয়ে বেড়ে ওঠার সব সুযোগ সুবিধা নিশ্চিত করেছেন। বঙ্গবন্ধু পরিবারের সদস্য পৌর মেয়র শেখ রকিব হোসেন তোমাদের পাশে এসে দাড়িয়েছেন। এই জন্য পৌর মেয়রকে ধন্যবাদ জানাই। এরমধ্য দিয়ে তোমাদের ভাল মানুষ হয়ে বেড়ে উঠতে হবে। আগামীতে তোমরাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের  হাল ধরবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION