কালের খবরঃগোপালগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় ১মাস মেয়াদী ক্যাটারিং সার্ভিস, রান্না বিষয়ক এবং হস্ত শিল্প পাটজাত পন্য তৈরী বিষয়ক ৩টি প্রশিক্ষন কোর্সের উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার (৭জুন) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। জেলা যুব উন্নয়ন অধিদপ্তর এ প্রশিক্ষন কর্মশালার আয়োজন করে।প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাশেদুর রহমান।অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের ডিডি মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রহমান, ডিডিএলজি আজহারুল ইসলাম, জেলা যুব উন্নয়নের সহকারী পরিচালক মোঃ সায়াদ উদ্দিন আহম্মেদ প্রমূখ বক্তব্য দেন।৩টি কোর্সে জেলার ১০৫ জন যুব নারী ও পুরুষ অংশ নিবে।
Design & Developed By: JM IT SOLUTION