বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৪:৫৬ অপরাহ্ন

১ লক্ষ ৯০ হাজার শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়াবে গোপালগঞ্জ স্বাস্থ্য বিভাগের

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ জুন, ২০২৩, ১২.৩০ পিএম
  • ২৭০ Time View

কালের খবরঃ

জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনে গোপালগঞ্জ জেলার ১ লক্ষ ৯০ হাজার ৩১৩ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর টার্গেট নিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

এ উপলক্ষে আজ বুধবার সকাল ১০টায় সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আগামী রবিবার(১৮ জুন) জেলার ৫ বছরের নিচের বয়সের ১ লক্ষ ৯০ হাজার ৩১৩ জন শিশু ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ০৬-১১ মাস বয়সের ২৭ হাজার ৩৩৮ জন শিশুকে নীল ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সের ১ লক্ষ ৬২ হাজার ৯৭৫ জন শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হবে। এ ক্যাম্পেইন সফল করার জন্য ৬৯ টি ইউনিয়ন, ২০৭টি ওয়ার্ড এবং ১৫টি পৌর ওয়ার্ডের জন্য ১ হাজার ৭১৬টি কেন্দ্রে ২১৬ জন তত্ত্ববধায়কের নেতৃত্বে ৬৩৯ জন মাঠ কর্মী ও ৩ হাজার ৪৩২ জন স্বেচ্ছাসেবীরা এ ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবেন।

এ সভায় সিভিল সার্জন অফিসের মেডিকেল কর্মকর্তা ডাঃ সাকিবুর রহমান, সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, প্রসূন মন্ডল,এসএম হুমায়ুন কবীর, সৈয়দ মিরাজুল ইসলাম, শেখ মোস্তফা জামান বক্তব্য রাখেন। সভায় জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা এ ক্যাপসুলের পাশাপাশি ‘এ প্লাস ’ ক্যাম্পেইনের উপর জোর দিয়ে বলেন, জম্মের পর পরই নবজাতককে শালদুধসহ মায়ের দুধ খাওয়ানো, জম্মের পর প্রথম ৬মাস(১৮০দিন) শিশুকে শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো, শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমাণমত ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানো, মা এবং শিশুর পুষ্টির জন্য গর্ভবতী ও প্রসূতি মায়েদের স্বাভাবিকের চেয়ে  বেশি পরিমাণে ভিটামিন ‘এ’ সমৃদ্ধ রঙিন শাক- সবজি এবং হলুদ ফলমূল খেতে দেওয়া। পরিবারের রান্নায় ভিটামিস ‘এ’ সমৃদ্ধ ভোজ্য তেল ব্যবহার করার উপর গুরুত্ব আরোপ করেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION