
কালের খবরঃ
গোপালগঞ্জে টিসিবি মনিটরিং কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার( ৭জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্বে জেলা মনিটরিং কমিটির সদস্যরা ছাড়াও জেলার টিসিবি ডিলারগণ উপস্থিত ছিলেন।সভা সূত্রে জানাগেছে,আগামী ১৫ জুন থেকে ৪৩ জন ডিলারের মাধ্যমে গোপালগঞ্জ জেলায় টিসিবির ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের ৮৯ হাজার ১০৫জন কার্ডধারীর মধ্যে স্বল্পমূল্যে টিসিবির পন্য বিক্রি কার্যক্রম শুরু হবে।প্রতিটি কার্ডধারীর মধ্যে ১১০টাকা দরে ২ লিটার সোয়াবিন তেল, ৬৫ টাকা কেজি দরে ২ কেজি মশুরডাল এবং ৫৫ টাকা কেজি দরে ১ কেজি চিনি বিক্রি করা হবে।
Design & Developed By: JM IT SOLUTION