কালের খবরঃ
গোপালগঞ্জ পৌরসভা নির্বাচন থেকে সরে দাড়ালেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অন্যতম প্রার্থী মৃনাল কান্তি রায় চৌধুরী
সোমবার (৬জুন) রাত সাড়ে ৯টায় প্রর্থিীর শহরের উদয়ন রোডস্থ বাসায় এক সংবাদ সম্মেলনে করে তিনি তার নির্বাচন থেকে সরে দাড়ানোর কথা বলেন।
সেই সাথে তিনি তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী শেখ রকিব হোসেনকে সমর্থন দেয়ার কথা উল্লেখ করেন। তার কর্মি সমর্থকদেরকে শেখ রকিবের পক্ষে কাজ করার অনুরোধ জানান।
নির্বাচন থেকে সরে দাড়ানোর বিষয়ে মৃনাল রায় চৌধুরী পপা বলেন, তিনি প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে প্রধানমন্ত্রীর চাচা শেখ রকিবের পক্ষে নির্বাচন থেকে সরে দাড়াচ্ছেন।সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION