কালের খবরঃ
গোপালগঞ্জে চলছে সপ্তাহব্যাপী ভূমি সেবা সপ্তাহ। সোমবার ২২ মে সকাল থেকে আগামী ২৮ মে রবিবার বিকাল পর্যন্ত চলবে এই সেবা।“স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রনালয়” এই প্রতিপাদ্যকে সামনে করে গোপালগঞ্জ জেলা প্রশাসন এই সেবা সপ্তাহের আয়োজন করে। জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম সকাল সাড়ে ১০টায় প্রধান অতিথি হিসেবে ফিতাকেটে ও বেলুন উড়িয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন।
এর আগে সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্নাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়।এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব)মোসাঃ নাজমুন নাহার। জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, উপদেষ্টা শেখ রুহুল আমিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল কাদের সরদার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, গোপালগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মামুন খান প্রমূখ বক্তব্য রাখেন। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সুশাসন চত্বরে এই সেবা সপ্তাহ পালনের জন্য ১০টি স্টলে সেবা প্রদানের ব্যবস্থা চলছে।সেবা প্রত্যাশীরা স্টলে এসে সেবা গ্রহণ করছে।
এছাড়া সেবা সপ্তাহ স্থান থেকে গোপালগঞ্জ জেলায় উন্নয়ন কর্মকান্ডের জন্য অধিগ্রহণকৃত ৪জন ভূমি মালিকের হাতে ২৫ লাখ ৮৪হাজার ৪২০টাকার চেক তুলে দেন জেলা প্রশাসক। গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে এবং ভূমি মন্ত্রনালয়ের সহযোগিতায় গোপালগঞ্জের পাঁচ উপজেলা ৬৭টি ইউনিয়নে এই সেবা সপ্তাহ কর্মসূচী পালন করা হচ্ছে।
জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন,ভূমি সেবার মূল অংশীজন হিসেবে গোপালগঞ্জের জনগনকে সম্পৃক্ত করা হয়েছে। স্মার্ট ভূমি সেবার বিষয়ে সবাইকে পুঙ্খানু পুঙ্খনুভাবে অবগত করা। ভূমি সেবায় নাগরিকদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে আমরা কাজ করছি। সরকারের পরিকল্পনার অংশ হিসেবে রেজিস্ট্রেশন-মিউটেশন আন্ত সংযোগ, স্মার্ট ভূমি নকশা, স্মার্ট ভূমি রেকর্ড , স্মার্ট ভূমি পিডিয়া ও লিজ নবায়ন সহ বেশ কিছু ডিজিটাল ভূমি সেবা আমরা প্রদান করছি।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply