কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ট্রাক চাপায় প্রাণ গেল ঘুমন্ত শশী ভূষন বাড়ৈর(৬০)।নিহত ওই বৃদ্ধ ছিকটিবাড়ী গ্রামের হলধর বাড়ৈর ছেলে।
শুক্রবার(১৯ মে)রাত সাড়ে ১১ টার দিকে কোটালীপাড়া উপজেলার কোটালীপাড়া-রাজৈর সড়কের ছিকটিবাড়ী নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।
কোটালীপাড়া থানার ওসি মোঃ জিল্লুর রহমান এই তথ্য নিশ্চিত করে বলেন, কোটালীপাড়া থেকে গাছ ভর্তি একটি নছিমন রাধাগঞ্জ যাচ্ছিল। আর ধান ভর্তি একটি ট্রাক পীড়ারবাড়ী থেকে কোটালীপাড়া আসছিল।যানবাহন দু’টি ছিকটিবাড়িতে একে অপরকে সাইড দিতে গেলে ধান ভর্তি ট্রাকটি বাস্তার পাশ্ববর্তী একটি বসত ঘরের ওপর গিয়ে পড়ে। ওই ঘরে বৃদ্ধ শশী ভূষন বাড়ৈ ঘুমাচ্ছিলেন।এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে কোটালীপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট, পুলিশ ও স্থানীয়রা ভোরের দিকে ট্রাক সরিয়ে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করে।এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply