 
																
								
                                    
									
                                 
							
							 
                    
টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক শিক্ষক ফোরামের নেতৃবৃন্দ।শুক্রবার (১৯মে) দুপুরে তারা জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তারা।
এসময় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর ড. কাজী শাহানারা আহমেদ, উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রফেসর ড. মঞ্জুরুল আলম, প্রফেসর ড. সাইদুর রহমান, প্রফেসর ড. মো: মনিরুজ্জামান, সহ-সভাপতিপ্রফেসর ড. রফিকুল আলম, সদস্য প্রফেসর ড. জাকির হোসেন, প্রফেসর ড. সাদেকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
 
                                Design & Developed By: JM IT SOLUTION