কালের খবরঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে পূর্ব শক্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় আহত সরোয়ার ফকির (৮০)নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বুধবার(১০ মে) সকাল সাড়ে ৫ টার দিকে মুকসুদপুর ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে।
নিহতের ছেলে আব্দুর রশিদ ফকির জানান, মুকসুদপুর উপজেলার গনীয়াড়ী গ্রামে পূর্বশক্রুতার জের ধরে একই গ্রামের সিহাম, মোরাদ এবং রুহুলের সাথে দীর্ঘদিন ধরে তাদের বিরোধ চলে আসছিলো। এর ধারাবাহিকতায় গত সোমবার(৮মে) রাতে শাহাবুদ্দীন কাজীর লোকজন তাদের উপর হামলা করে মারধর এবং বাড়ি ঘর ভাংচুর করে। পরে তিনি ৯৯৯ নম্বরে কল দিলে মুকসুদপুর থানার এস,আই মো. মোসলেম উদ্দীন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। পরে আহত বৃদ্ধ সরোয়ার ফকিরসহ আরও ২জনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
মুকসুদপুর থানার এস,আই মোঃ মোসলেম উদ্দীন জানান, গত সোমবার রাতে ৯৯৯ এ কল দিলে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ। পরে আহতদের উদ্ধার করে মুকসুদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো. আবু বকর মিয়া জানান, গনীয়াড়ী গ্রামে মারামারি সংঘটিত হয়। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়। ওই ঘটনায় আহত সরোয়ার ফকির চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় ৩ জনকে পুলিশ গ্রেফতার করেছে। বাকী আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, লাশ ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply