কালের খবরঃ
গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মঙ্গলবারের (৯ মে) মোহামেডান ও বসুন্ধরা কিংসের মধ্যকার ম্যাচটির প্রতিটি মুহুর্তেই উত্তেজনা ছড়িয়েছে। ২-১ গোলে হট ফেভারিট বসুন্ধরা কিংসকে হারিয়ে ১৪ বছর পর মোহামেডান ফাইনালে উঠেছে। অন্যদিকে এই প্রথম কোনও লিগ কাপের ফাইনালে না খেলে বিদায় নিল বসুন্ধরা কিংস।
মোহামেডানের জয়ের নায়ক এমানুয়েল সানডে এবং সোলেমান দিয়াবাতে। তাদের গোলে ভর করেই ফাইনালে উঠেছে মোহামেডান। ম্যাচের শুরুতে পিছিয়ে পড়লেও সমতায় ফিরেছিল বসুন্ধরা। তবে কাউন্টার অ্যাটাকের কৌশলে জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান।
ম্যাচ শুরুর তৃতীয় মিনিটেই পিছিয়ে পড়ে কিংস। তিন মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন এমানুয়েল সানডে। ৪৩তম মিনিটে বসুন্ধরা কিংসের দরিয়েলতন গোল করে সমতা আনেন।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের ধার বাড়ায় বসুন্ধরা। তবে গোলের দেখা মিলছিল না। ৫৪তম মিনিটে এমানুয়েলের বাড়িয়ে দেওয়া বলে দলের পক্ষে দ্বিতীয় গোল করেন সুলেমান দিয়াবাতে। ফলে ২-১ গোলে বসুন্ধরা কিংসকে হারিয়ে ১৪ বছর পর ফাইনালে ওঠার স্বস্তি নিয়েই মাঠ ছাড়ে মোহামেডান। এই প্রতিযোগিতায় মোহামেডান সবশেষ শিরোপা জিতেছিল ২০০৯ সালে। মোহামেডান ১৪ ম্যাচে ১৩ জয় ও এক ড্রয়ে ৪০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে।
খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন এমানুয়েল সানডে। খেলা শেষে তার হাতে ক্রেট তুলে দেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।এসময় জেলা আওয়ামী লীগ সভাপতি মাহাবুব আলী খানসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply