কালের খবরঃ
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলার শিকার আহত মফিজুর রহমান শেখ (৪৫) শুক্রবার (৫ মে) রাতে ঢাকা মেডিকেলে মারা গেছে। শনিবার (৬ মে) বিকেলে ময়না তদন্ত শেষে লাশ দাফন করা হয়েছে। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফিরোজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
গত ২৬ এপ্রিল সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার রাতইল ইউনিয়নের চরভাটপাড়া গ্রামে একই পরিবারের সাত মাসের অন্তঃসত্ত্বা নারীসহ তিন জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১৯ শতাংশ জমি নিয়ে ওই গ্রামের আবু তালেব শেখের ছেলেদের সাথে প্রতিবেশি সিরাজ শেখের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিরোধ নিরসনে ২৬ এপ্রিল জমি পরিমাপের দিন নির্ধারণ করা হয়। কিন্তু সিরাজ ও তার পরিবারের সদস্যরা জমি মাপতে রাজি না হওয়ায় দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।এক পর্যায় সিরাজ ও তার ছেলে ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে মফিজুর শেখ ও তার পরিবারের ওপর হামলা চালায়। এতে ৭ মাসের অন্তঃসত্ত্বা নারীসহ ওই পরিবারের তিনজন আহত হয়। আহতদেরকে ওইদিনই কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। মফিজুর রহমান শেখের অবস্থার অবনতি হলে ২৯ এপ্রিল তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে সে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ৯টার দিকে মারা যায়। এ ঘটনার অভিযুক্তরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারচেষ্টা চলছে বলে ওসি জানিয়েছেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply