কালের খবরঃ
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে গোপালগঞ্জে ভেন্যূতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সাথে ২-২ গোলে ড্র করেছে চট্টগ্রাম আবাহনী লিমিটেড।
শুক্রবার (৫মে)বিকাল ৪টায় শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শেখ জামালের মুখোমুখি হয় চট্টগ্রাম আবাহনী। খেলার শুরুতেই দুই দল রক্ষণাত্মক খেলা শুরু করে। তবে বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করায় গোল শূন্য থেকে বিরতিতে যায় দুই দলই।
খেলার দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক খেলা শুরু করে দু’দল। ৫০ মিনিটে চট্টগ্রাম আবাহনীর মধ্য মাঠের খেলোয়াড় মিশরের মোস্তাফা কাহরাবা গোল করে দলকে এগিয়ে দেন। এক মিনিটের ব্যবধানে মধ্য মাঠের খেলোয়াড় গাম্বিয়ার সুলেইমান সিল্লাহ গোল করে ধানমন্ডিকে সমতায় ফেরান। এরপর গোলের জন্য আক্রমণের ধার বাড়িয়ে দেয় চট্টগ্রাম আবাহনী। ৮০ মিনিটে নোদির মাভলোনোভ লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিনত হয় ধানমন্ডি। এই সুযোগে খেলার ৮৪ মিনিটে ফরোয়ার্ড একবাল হুসেন গোল করে বন্দর নগরীর ক্লাবটিকে ২-১ গোলে এগিয়ে দেন। তবে খেলার অতিরিক্ত সময়ের শেষ মূহূতে গ্রেনাডিয়ান ফরোয়ার্ড কর্নেলিউস স্টুয়ার্ট গোলকে ধানমন্ডিকে সমতায় ফেরান। শেষ মূহূর্তে বেশ কয়েকটি আক্রমণ করলেও গোল না পাওয়ায় ২-২ গোলে সমতা নিয়ে মাঠ ছাড়ে দু’দল।এই খেলা শেষে ১৪ ম্যাচে ৪ জয়, ৮ ড্র ও ২ পরাজয়ে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের ৩য় স্থানে শেখ জামাল আর ১৩ ম্যাচে ১ জয়, ৭ ড্র ও ৫ পরাজয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের নবম স্থানে চট্টগ্রাম আবাহনী।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply