সৈয়দ আকবর হোসেনঃ
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: মোক্তার হোসেনের বিরুদ্ধে মিথ্যা মামলা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে উপজেলা আওয়ামী লীগ ও এলাকাবাসী।
আজ রবিবার সকাল ১১ টায় রামদিয়া বাজারের সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। এ সময় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিভিন্ন ধরনের লেখা প্লাকার্ড প্রদর্শন করে মানববন্ধনকারীরা। মানববন্ধনের শত শত নেতাকর্মী ও এলাকাবাসী অংশ নেন।
পরে রামদিয়া আওয়ামী লীগ কায্যালয় চত্বরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: মোক্তার হোসেন। এ সময় তিনি বলেন, জনৈক কানন বালা গাইনের সাথে জায়গা-জমি নিয়ে রামদিয়া সরকারি শ্রী কৃষ্ণ কলেজের সঙ্গে দ্বন্দ রয়েছে। সেখানে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা, কলেজ কর্তৃপক্ষ কানন বালা গাইনের জায়গা পরিমাপ করে বুঝিয়ে দেন। জায়গার পরিমাপ মেনে নিতে না পেরে কানন বালা গাইন আমার বিরুদ্ধে মিথ্যা মামলা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করিয়েছেন। যার সঙ্গে আমার কোনো ধরণের সম্পৃক্ততা নেই। ওই সংবাদে আমাকে সংখ্যালঘূ নিয্যাতন এবং ভূমিদস্যু হিসেবে আখ্যায়িত করা হয়েছে। প্রকৃতপক্ষে এ ধরণের কোনো ঘটনা ঘটেনি। আমি এর তীব্র নিন্দা জানিয়ে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানাচ্ছি।
এ কর্মসূচীতে কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, ঠাকুর বাড়ীর সদস্য পদ্মনাভ ঠাকুরসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply