
কালের খবরঃ
গোপালগঞ্জের কোটলীপাড়ার ঘাঘর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে অন্তঃত ১০টি দোকান পুড়ে ভষ্মিভূত। এতে প্রায় ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও স্থানীরা জানিয়েছে। শনিবার (২২ এপ্রিল ) ১০ টার দিকে কোটালীপাড়া উপজেলা সদরের ঘাঘর বাজারের ব্যাপারী পট্রিতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।তবে কিভাবে বা কোন দোকান থেকে আগুনোর সূত্রপাত তা জানা যায়নি।
গোপালগঞ্জ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আরিফুল হক ও কোটালীপাড়া থানার ওসি জিল্লুর রহমান জানিয়েছেন,ঈদের দিন হওয়ায় বাজারের সকল দোকান বন্ধ ছিল। রাত ১০টার দিকে ঘাঘর বাজারের ব্যাপারী পট্রি রোডে হঠাৎ এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।পরে খবর পেয়ে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এরই মধ্যে ১০/১২টি দোন পুড়ে ছাই ও আরো কয়েকটি দোকানের মালামাল ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে কিভাবে আগুন লেগেছে বা ক্ষতির পরিমান নির্ণয় করা সম্ভব হয়নি।#
Design & Developed By: JM IT SOLUTION