মুকসুদপুর প্রতিনিধিঃ
ঈদের ছুটিতে বাড়ি এসে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা সদরের কমলাপুর আঞ্চলিক সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তুহিন মিয়া (৪০) নিহত হয়। সে মুকসুদপুর উপজলোর কমলাপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলে। নিহত তুহিন ঢাকায় ডেসকোত পাওয়ার কোম্পানীতে কর্মরত ছিল। মুকসুদপুর থানার এস.আই মফিজুরর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) বেলা আড়াইটার দিকে কমলাপুর-চাঁদহাট সড়কে এ র্দূঘটনা ঘটে। মোটরসাইকেলে করে মুকসুদপুর উপজেলা সদর থেকে গ্রামের বাড়ি কমলাপুরে যাবার পথে সে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর পড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হয়।
পারিবারিক সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার সকালে সে ঈদের ছুটিতে ঢাকা থেকে বাড়িতে আসে। পরে মুকসুদপুর উপজেলা সদর ইফতারির জন্য দই কিনতে ভাইয়ের মোটরসাইকেল নিয়ে বাজারে যায়। বাজার থেকে বাড়ি ঢেরার পথে এই দুর্ঘটনা।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply