কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ধর্ষণের শিকার হওয়ার দুই দিন পর এক শিশুকন্যাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধর্ষক ও স্থানীয় মেম্বার মৃণাল হালদার এই শিশুটিকে বাড়ি থেকে বের হতে বাধা দিয়ে আটকে রাখে বলে ভুক্তভোগীরা জানিয়েছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকেলে চতুর্থ শ্রেণীতে পড়ুয়া ওই শিশুটিকে তার খালা মাদারীপুরের রাজৈর থেকে এসে কৌশলে বাড়ি থেকে বের করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এনে ভর্তি করে। এ ঘটনায় বুধবার (১৯ এপ্রিল) দুপুরে ধর্ষক বিকাশ হালদারকে অভিযুক্ত করে মেয়েটির চাচা ( সুশেন) কোটালীপাড়ায় থানায় একটি মামলা দায়ের করেছে। ওই শিশু ১৭৩ নং দক্ষিণ দিঘলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ শ্রেনীতে পড়ে।আর ধর্ষক বিকাশ হালদার স্থানীয় রাধাগঞ্জ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার ও প্রভাবশালী মৃণাল হালদার এর ছোট ভাই।
মেয়েটির খালা ও স্থানীয় সূত্রে জানাগেছে, (১৬ এপ্রিল) বিকেলে কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের দিঘলিয়া গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে। ঘটনার দিন বিকেলে ৪ টার দিকে শিশুটি বাড়ির উঠানে খেলছিলো। তখন বিকাশ হালদার তাকে ঘর থেকে ডাক দেয়। শিশুটি ঘরের কাছে গেলে হাত ধরে টান দিয়ে ঘরের ভিতর নিয়ে দরজা বন্ধ করে ধর্ষণ করে। এতে শিশুটির রক্তক্ষরণ হলেও ওই মেম্বার ও ধর্ষকের বাঁধার কারণে চিকিৎসা করাতে হাসপাতালে বা ডাক্তার দেখাতে পারেননি। তারা আরো জানিয়েছে, শিশুটির মা জর্দান প্রবাসি এবং ঘটনার সময় তার বাবা বাড়ীতে ছিলো না। ধর্ষক বিকাল সম্পর্কে মেয়েটির চাচা।
এ ব্যাপারে কোটালীপাড়া থানার ওসি জিল্লুর রহমান জানিয়েছেন, এ ঘটনায় বুধবার দুপুরে কোটালীপাড়া থানায় মামলা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছে। তদন্ত চলছে। তদন্ত শেষে ব্যবস্থা গ্রহন করা হবে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply