পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ের ভারতীয় ভাইরা পাড়া সীমান্তে বিএসএফের ছোড়া মাল্টিপল রাবার বুলেটে রবিউল ইসলাম (৫৪) নামে এক বাংলাদেশী কৃষক আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরের দিকে উপজেলা সদরের গরিনাবাড়ি ইউনিয়নের ভারতীয় ৪১৫ নং মেইন পিলারের ৫ নং সাব পিলার এলাকায় ঘটনাটি ঘটে। ঘটনার পর স্থানীয় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। ঘটনার পর সীমান্ত এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। তবে ঘটনার প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠক আহবান জানিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি।। রবিউলের পরিবার ও সীমান্ত সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরের দিকে স্থানীয় কৃষক রবিউল ইসলাম তার মরিচ ক্ষেতে মরিচ শুকাতে দেন। এ সময় ওই সীমান্তের বিপরীতে ভারতের ধনীর হাট বিওপির ৫/৬ জন বিএসএফ সদস্য কিছু না বলেই তার ক্ষেত থেকে মরিচ নিয়ে যাচ্ছিলেন। এতে বাধা দিলে বিএসএফ কৃষক রবিউলকে লক্ষ্য করে মাল্টিপল রাবার বুলেট ছোড়ে বিএসএফ সদস্যরা। এতে একাধিক রাবার বুলেট রবিউলের মাথা ও ডান চোখে বিদ্ধ হয়। বুলেটের আঘাতে চিৎকার দিয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে রবিউল। পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা উদ্ধার করে তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক রহিমুল ইসলাম বলেন, রবিউল ইসলামের ডান চোখ গুরুত্বর আঘাতপ্রাপ্ত হয়েছে। মাথা ও মুখের বিভিন্ন স্থানে আঘাত দেখা যাচ্ছে। বেশ রক্ত ক্ষরণ হয়েছে। আমরা প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দিয়েছি। পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের মীরগড় কোম্পানি কমান্ডার আমিনুল ইসলাম বলেন, অজ্ঞাত কারণে বিএসএফ আমাদের কৃষককে লক্ষ্য করে মাল্টিপল বুলেট ছুড়েছে। আমরা ঘটনার পরপরই প্রতিবাদ জানিয়েছি। আমাদের সোনাপাতিলা এবং ভারতের ধনীরহাট ক্যাম্পের সাথে বৈঠকহয়েছে। শুক্রবার কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক আহবান করা হয়েছে। পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. যোবায়েদ হাসান বলেন, বিএসএফ এর ছোড়া রাবার বুলেট সদৃশ অঘাতক বোমার স্পিন্টারের আঘাতে আমাদের একজন কৃষক আহত হয়েছেন। আমরা এর কড়া প্রতিবাদ জানিয়েছি। এ নিয়ে শুক্রবার পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে।।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply