কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি (কেএফএইচ) এর উদ্যোগে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে নি¤œআয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে কোটালীপাড়া উপজেলা প্রশাসনের সহায়তায় ও কেএফএইচ এর উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে দরিদ্রদের হাতে চাল, ডাল, তেল, চিনি, গুড়া দুধ, আলু, রসুন, পেয়াজ, লবণ, সেমাইসহ বিভিন্ন খাদ্যসামগ্রী তুলে হয়। কোটালিপাড়ার বিভিন্ন গ্রামের দরিদ্র ও অসহায় পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন ফাউন্ডেশনের সদস্য এবং কোটালিপাড়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ, ফাউন্ডেশনের সদস্য কৃষিবিদ এস এম আশিকুর রহমান, কৃষিবিদ মনিরুল ইসলাম মিলন, কৃষিবিদ আসলাম হোসেন শেখ বক্তব্য রাখেন।
এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ পুষ্পেন কুমার শিকদার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ এস, এম, শাহজাহান সিরাজ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিটল রায় উপস্থিত ছিলেন।উল্লেখ্য সংগঠনটি রমজান মাসে দেশের বিভিন্ন স্থানে দরিদ্র ব্যক্তিদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণে এবং যাকাত ফান্ড হতে স্বনির্ভর কার্যক্রম গ্রহণ করেছে। কৃষিবিদদের দ্বারা গঠিত এই সংগঠনটি আত্মমানবতার সেবায় নানাবিধ মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে ।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply