
কালের খবরঃ
গোপালগঞ্জে জনগনের দোরগোড়ায় গিয়ে ভূমি মালিকদের ক্ষতিপুরনের চেক দিলেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।বুধবার(১২ এপ্রিল) বিকেলে সদর উপজেলার ঘোনাপাড়ায় গিয়ে আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্থ ভুমি মালিকদের হাতে ভুমি অধিগ্রহনের চেক তুলে দেন তিনি। এদিন জেলা প্রশাসক ক্ষতিগ্রস্থ ভুমি মালিক সোহাগ ফকির, মোঃ মনিরুল ইসলাম, রেজায়ান মোল্লা, মান্না মোল্লা ও হেদায়েত শেখের হাতে প্রায় ৫ কোটি টাকার চেক তুলে দেন।

এসেনশিয়াল ড্রাগস কোম্পানী লিঃ গোপালগঞ্জ প্লান্টের আয়োজনে অনুষ্ঠিত চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক ছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসা. নাজমুন নাহার, এসেনশিয়াল ড্রাগস কোম্পানী লিঃ গোপালগঞ্জ প্লান্টের ডিজিএম শফিকুল বারী সহ অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION