কালের খবরঃ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রাণ নাশের হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন। শনিবার (৪ জুন) সকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। মিছিল শেষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান মিয়া। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদারের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফ আলী আশু মিয়া, সদস্য হুজ্জাত হোসেন লিটু মিয়া, উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা তাপসি বিশ্বাস দুর্গা, শিক্ষা বিষয়ক সম্পাদক পারভেজ আলম, জেলা পরিষদ সদস্য শেখ শাহারিয়ার বিপ্লব, পৌর ছাত্রলীগের সভাপতি নিভেল মোল্যা প্রমুখ। অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের সহযোগি সংগঠন ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন প্রধানমন্ত্রীকে প্রান নাশের হুমকি মানে ৭৫ নির্মম হত্যাকান্ড জামাত বিএনপি সংঘঠিত করেছিলো। তাদের অনেক ছাড় দেয়া হয়েছে। জামাত বিএনপিকে আর এক বিন্দুও ছাড় দেয়া হবে না। মুকসুদপুরের মাটিতে তাদের কোন সভা সমাবেশ হতে দেয়া হবে না।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply