কোটালীপাড়া প্রতিনিধি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুণ্যভূমি গোপালগঞ্জের কোটালীপাড়ায় পূবালী ব্যাংক লিমিটেডের ১৫০ তম উপ-শাখার উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুর ১২ টায় প্রধান অতিথি ব্যাংকের ফরিদপুর অঞ্চলের প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ হাফিজুর রহমান সরদার অতিথিদের সাথে নিয়ে ফিতা কেটে এই শাখার উদ্বোধন করেন।কোটালীপাড়া উপজেলা সদরের ঘাঘর বাজারের হাজী তৈয়াব আলী দাঁড়িয়া সুপার মার্কেটে পূবালী ব্যাংকের ওই উপ-শাখার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোটালীপাড়া পৌরসভার মেয়র মতিয়ার রহমান হাজরা।
পূবালী ব্যাংক গোপালগঞ্জ শাখার শাখা ব্যবস্থাপক মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে কোটালীপাড়া উপ শাখার ব্যবস্থাপক মোস্তাক খোন্দকার, কোটালীপাড়া বণিক সমিতির সভাপতি ইউসুফ দাড়িয়া, সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল, কোটালীপাড়া পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর আশরাফুজ্জামান ঝন্টু সহ আরো অনেকে বক্তব্য রাখেন।উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ীবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।বক্তারা কোটালীপাড়ায় পূবালী ব্যাংকের উপ শাখা উদ্বোধন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply