কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।আহতদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।এ ঘটনায় উভয় পক্ষ থেকে কোটালীপাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে বলে থানা সূত্রে জানাগেছে।শনিবার (৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কুরপালা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানাগেছে, ঘটনার দিন বিকেলে কুরপালা গ্রামের হারুন হাওলাদারের ছেলে অলিদ হাওলাদার তার নিজ জায়গা থেকে একটি গাছ কাটে। গাছের একটি অংশ সড়কে গিয়ে পড়ে। এ সময় একই গ্রামের কালাম শেখের ছেলে তরিকুল শেখ ওই পথ দিয়ে ইজি বাইক চালিয়ে যাচ্ছিল। রাস্তায় কাটা গাছের অংশ পড়ার কারণে অলিদ হাওলাদারের সাথে তরিকুল শেখের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে তরিকুল শেখ অলিদ হাওলাদারকে মারধর করে। মারধরের ঘটনা নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।এ সংঘর্ষে ১০ জন আহত হয়। গুরুতর আহত- মুজাহিদ হাওলাদার (১৫), নজরুল ইসলাম হাওলাদার (৩৮), সাহাদাৎ হাওলাদার (৪২), রাশেদ শেখ (২২), ফয়সাল শেখ (৩৫) কে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। এদের মধ্যে গুরুতর আহত- মুজাহিদ হাওলাদার ও রাশেদ শেখের অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।কোটালীপাড়া থানার ওসি মো. জিল্লুর রহমান বলেন, বর্তমানে এলাকা শান্ত রয়েছে। উভয় পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply