টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক চিকিৎসাসেবা চালু হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।এ উপলক্ষে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোপালগঞ্জের সিভিল সার্জন ডাক্তার নিয়াজ আহম্মেদ। সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার সাকিবুর রহমান, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস। এ অনুষ্ঠানে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিকেল চারটা থেকে শুরু হয় রোগী দেখা। প্রথম দিনে একটি মাত্র রোগী আসে। তিনি শরীরে ব্যাথা জনিত রোগ নিয়ে চিকিৎসকের কাছে আসেন।
এ ব্যাপারে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার তরিকুল ইসলাম বলেন, প্রথম দিনে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার সাচিয়া গ্রামের রঞ্জিত মল্লিক শরীরের বিভিন্ন স্থানে ব্যাথা নিয়ে আসেন। তাকে কিছু পরীক্ষা নিরিক্ষা দেয়া হয়েছে। আগামীদিন আবার এসে দেখিয়ে যাবেন। তিনি আরো বলেন,এখনও বৈকালিক চিকিৎসার ব্যাপারে প্রচার প্রচারনাতেমন হয়নি। তাই মানুষ কম এসেছে। আসাকরি আগামী শনিবার থেকে রোগীর চাপ বৃদ্ধি পাবে এবং রোস্টার মেনে যথারিতি রোগী দেখা হবে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply