কালের খবরঃ
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনাসভা ও মুক্তিযুদ্ধ ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবপ্রসাদ পাল মুক্তিযোদ্ধা বদরুদ্দোজা বদর প্রমূখ ।
বক্তারা দেশের স্বাধীনাতায় মুক্তিযোদ্ধাদের ভূমিকা, বঙ্গবন্ধুর আত্মত্যাগের কথা তুলে ধরেন। সেই সাথে জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বক্তব্য রাখেন। পরে অনুষ্ঠিত হয় সংগীত ও নৃত্য। পরে অংশগ্রহণকারী শিল্পীদের হাতে পুরস্কার হিসেবে বই তুলে দেন অতিথিবৃন্দ।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply