কালের খবরঃ
গোপালগঞ্জ সদর উপজেলার লতিফপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুলিশের উপর হামলা, সরকারী কাজে বাধা ও ইভিএম ছিনতাইয়ের ঘটনায় অজ্ঞাত ১ হাজার জনকে আসামী করে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাবেদ মাসুদ জানিয়েছেন, লতিফপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে নির্বাচনের ফলাফল বাতিলের দাবীতে পরাজিত তিন প্রার্র্থীর সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষে হয়। এতে সদর থানার ওসি ও আইন-শৃংখলা বাহিনীর ১০ সদস্যসহ অন্ততঃ ২৫ জন আহত হয়। এসময় সদর সহকারী কমিশনার (ভূমি) ও ওসির গাড়িতে হামলা-ভাংচুর করা হয়। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
এ ঘটনায় সোমবার (২০ মার্চরা ) গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক গণেশ বিশ্বাস বাদী হয়ে পুলিশের উপর হামলা ও সরকারী কাজে বাঁধা দেয়ার দায়ে অজ্ঞাত ৪ /৫’শ জনকে আসামী করে সদর থানায় একটি মামলা দায়ের করেন।
অপরদিকে, ইভিএম ছিনতাইয়ের ঘটনায় অজ্ঞাত ৪/৫’শ জনকে আসামী প্রিজাইজিং অফিসার সেলিম তালুকদার বাদী হয়ে অপর একটি মামলা দায়ের করেন।রাতে গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক গণেশ বিশ্বাস বাদী হয়ে পুলিশের উপর হামলা ও সরকারী কাজে বাঁধা দেয়ার দায়ে অজ্ঞাত ৪ /৫’শ জনকে আসামী করে সদর থানায় একটি মামলা দায়ের করেন।
অপরদিকে, ইভিএম ছিনতাইয়ের ঘটনায় অজ্ঞাত ৪/৫’শ জনকে আসামী প্রিজাইজিং অফিসার সেলিম তালুকদার বাদী হয়ে অপর একটি মামলা দায়ের করেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply