কালের খবরঃ
গোপালগঞ্জে রাস্তা পার হওয়ার সময় বাস চাপায় মালেকা বেগম (৬০) নামে এক বৃদ্ধা প্রাণ হারিয়ে । দ্রুতগতির একটি বাস তাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যান। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত নারী গোবরা গ্রামের আব্দল কুদ্দুস মোল্যার স্ত্রী।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক খান শরিফুল ইসলাম জানিয়েছেন, সকাল ৭টার দিকে এই বৃদ্ধা রাস্তা পার হচ্ছিল। এসময় ঢাকাগামী দ্রুত গতীর একটি বাস তাকে চাপা দিলে সে ঘটনাস্থলে নিহত হয়। এঘটনার পর সড়কের ওই স্থানে স্থানীয়রা গাছের গুড়ি ফেলে প্রায় দেড়ঘন্টা অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। পরে সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এবং সড়কে যানবাহন চলাচল সভাবিক করে। এঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply