কালের খবরঃ
গোপালগঞ্জ ও এর আশেপাশের এলাকায় টেকসই নগর পরিকল্পনার লক্ষে প্রকৌশল ভূতাত্বিক মানচিত্রায়ন ও ত্রিমাত্রিক ভূতাত্বিক মডেলিং বিষয়ক মাঠ পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত গোপালগঞ্জ পৌরসভার সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।বাংলাদেশ ভূতাত্বিক জরিপ অধিদপ্তরের উদ্যোগে গোপালগঞ্জ পৌরসভার সহায়তায়২০২২- ২৩ অর্থবছরের এপিএ বাস্তবায়নের লক্ষে বিভিন্ন স্তরের জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে এই সভা অনুষ্ঠিত হয়।সভায় বাংলাদেশ ভূতাত্বিক জরিপ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আশরাফুল কামালও নুরুন্নাহার ফারুকা বক্তব্য রাখেন।
এছাড়া সভায় কারিগরি প্রবন্ধ উপস্থাপন করেন অধিদপ্তরের উপ-পরিচালক ও প্রকৌশল ভূতাত্ত্বিক জরিপ দলের দল প্রধান মোহাম্মদ ফিরোজ আলম। সভায় জানানো হয় , গোপালগঞ্জ শহরে দেড় মাস ব্যাপী প্রকৌশল ভূতাত্ত্বিক জরিপকার্যক্রম চলছে।এই জরিপের মাধ্যমে প্রাপ্ত ফলাফলের উপর ভিত্তি করে ভূমিকম্প সহনশীল ভবন নির্মাণ ও পরিকল্পিত নগরায়নের লক্ষ্যে বিয়ারিং ক্যাপাসিটি ম্যাপ ফর সেলো এন্ড ডিপ ফাউন্ডেশন, সাইসমিক সাইট ক্লাস ম্যাপ, সাইসমিক সাইট এমপ্লিফিকেশন ম্যাপ, পিক গ্রাউন্ড এক্সিলারেশন ম্যাপ এবং লিকুইফ্যাকশন ম্যাপ প্রস্তুত করা হবে।সভায় জরিপ দলের অন্যান্য ভূতত্ত্ববিদ, গোপালগঞ্জ পৌরসভার বিভিন্ন কাউন্সিলর, জন প্রতিনিধি ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ এতে অংশ নেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply