কালের খবরঃ
গোপালগঞ্জে জাতীয় সংসদে হিন্দুদের জন্য সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা পূণঃ প্রতিষ্ঠার দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, গোপালগঞ্জ শাখা এ কর্মসূচী পালন করে।
শনিবার ১১ মার্চ) বেলা ১১ টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে নেতৃবৃন্দ। এসময় জাতীয় সংসদে সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা পূণঃ প্রতিষ্ঠার দাবীতে বিভিন্ন ধরনের লেখা প্লাকার্ড প্রদর্শন করে মানববন্ধনকারীরা। মানববন্ধনে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাসংঘ জেলা শাখা ও বাংলাদেশ খ্রীস্টান লীগ একাত্মতা ঘোষনা করে মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধন চলাকালে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, জেলা শাখার সভাপতি বিল্লমঙ্গল মজুমদার, সাধারন সম্পাদক লিটন মজুমদার, বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাসংঘ জেলা শাখার সভাপতি চন্দন মন্ডল, প্রচার সম্পাদক রাজীব হালদার, বাংলাদেশ খ্রীস্টান লীগের উপদেষ্টা ডেভিড বৈদ্য বক্তব্য রাখেন।বক্তারা বলেন,দেশ স্বাধীনের পর থেকে হিন্দু সম্প্রদায়ের মানুষ দিন দিন কমে যাচ্ছে। তারা ভারতসহ বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছে।এ অবস্থা অব্যাহত থাকলে অচিরেই হিন্দু শুন্য দেশ হবে।বর্তমানে বাংলাদেশ জাতীয় সংসদে ১৬ জন্য হিন্দু এমপি থাকলেও তারা নীরব ভূমিকা পালন করে আসছেন। সমস্যা নিরসরে কোন ভূমিকাও নেয়া হচ্ছেনা। তাই দ্রুত জাতীয় সংসদে সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা পূণঃ প্রতিষ্ঠার দাবী জানান বক্তরা।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply