কালের খবরঃ
প্রেমে প্রতারিত হয়ে গোপালগঞ্জে এক কলেজ ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এমন অভিযোগ করেছে আত্মহত্যাকারীর পরিবার|
(৮মার্চ)বুধবার রাত ৮ টার দিকে পাইককান্দি ইউনিযনের ঘোড়াদাইড় গ্রামের কলেজ ছাত্রী নাবিলা আফরিন(১৮)নিজ ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।সে গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের একাদশ শ্রেনীর মানবিক বিভাগের ছাত্রী।
মেয়ের মামা জামাল শেখ জানান, নাবিলা আফরিন ঘোড়াদাইড় গ্রামের নুরুল ইসলামের মেয়ে।আমার ভাগ্নির সাথে কেকানিয়া গ্রামের রফিক তালুকদারের ছেলে ইস্রাফিল তালুকদারের(২৫)সাথে প্রেমের সম্পর্ক ছিল।সম্প্রতি তাদের প্রেমে ভাটা পড়লে ঐ মেয়ে তাকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু, ইস্রাফিল বিয়ে করতে অস্বিকার করে।এতে ঐ কলেজ ছাত্রী ক্ষুব্ধ হয়ে বুধবার রাতে গলায় ফাঁস নেয়।পরে স্বজনরা তাকে উদ্ধার করে গোপালগঞ্জে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষোনা করেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply