সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ০১:৩৬ অপরাহ্ন

টুঙ্গিপাড়ায় ৫ ইউনিয়ন ও পৌর ছাত্রলীগের কমিটি গঠন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩, ৩.০৫ পিএম
  • ১৩৩ Time View

টুঙ্গিপাড়া  প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাঁচ ইউনিয়ন ও পৌর ছাত্রলীগের আংশিক কমিটি গঠন করা হয়েছে।  বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক বিশ্বাস ও সাধারণ সম্পাদক শেখ বাবুল হোসেন খোকনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে কুশলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাকির হোসেন ও সাধারণ সম্পাদক নুর আলম লস্কর, বর্নি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রোমান মোল্লা ও সাধারণ সম্পাদক আমিনুর রহমান বিশ্বাস (রিয়াদ), গোপালপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হিরো বাড়ৈ ও সাধারণ সম্পাদক সঞ্জিত মন্ডল। পাটগাতী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফজর আলী বিশ্বাস ও সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান, ডুমুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক মোমিন মর্তুজা, পৌর ছাত্রলীগের সভাপতি শেখ ইফতি জামান ও ওসমান গনিকে সাধারণ সম্পাদক করে আগামী ১ বছরের জন্য এ কমিটির অনুমোদন দেয়া হয়।এতথ্য নিশ্চিত করে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ বাবুল হোসেন খোকন বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আগামী ১ বছরের জন্য পাঁচ ইউনিয়ন ও পৌর ছাত্রলীগের কমিটির অনুমোদন দেয়া হয়েছে। উল্লেখ্য, মেয়াদোত্তীর্ণ হওয়ায় ২০২১ সালের ৭ এপ্রিল উপজেলার পাঁচ ইউনিয়ন ও পৌর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। সেই সঙ্গে পাঁচ ইউনিয়ন ও পৌর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের ১৬ এপ্রিলের মধ্যে জীবন বৃত্তান্ত জমা দিতে বলা হয়। এরপর বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) নতুন কমিটির ঘোষণা দেয়া হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION