কালের খবরঃ
নাচ গান ও পিঠা উৎসবের মধ্য দিয়ে ঋতুরাজ বসন্তকে বরণ করেছে গোপালগঞ্জবাসী। প্রথমে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি)এস,এম মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে স্কুল প্রাঙ্গণে বসন্ত বরণে মিলিত হয় শিক্ষক-শিক্ষার্থী ও অবিভাবকবৃন্দ।
শিক্ষকরা বাসন্তী রঙের শাড়ি, হলুদ রঙের পাঞ্জাবি পড়ে অনুষ্ঠান স্থলে হাজির হন। ক্ষুদে শিক্ষার্থী ও অভিভাবকরাও রঙ-বেরংয়ের পোষাকে ও ফুলের সাজসজ্জায় উৎসব প্রাঙ্গণকে এসে উৎসবকে বর্ণিল করে তোলে।
বিদ্যালয়ের একঝাক ক্ষুদে শিক্ষার্থীরা বসন্তের গান, আবৃত্তি ও গানের তালে নৃত্য পরিবেশন করে অনুষ্ঠান স্থল মাতিয়ে তোলে। প্রিয়জনের হাত ধরে আসা মানুষ গুলো বসন্ত উৎসবের গানে মেতে ওঠেন। পরে উৎসব স্থলে অনুষ্ঠিত হয় পিঠা উৎসবের। গোপালগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ মুন্সী আতিয়ার রহমান ফিতা কেটে পিঠা উৎসবের শুভ উদ্বোধন করেন।
এ উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা । সভায় অতিরিক্ত জেলা প্রসাশক (শিক্ষা ও আইসিটি) মোঃ গোলাম কবির, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া পারভিন প্রমূখ বক্তব্য রাখেন।
এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে বসন্তকে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বরন করে নেয়া হয়। বিকেলে জেলা শিল্পকলা একাডেমী ও জেলা প্রশাসনের উদ্যোগেও বসন্ত বরন অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে শিল্পকলার শিল্পীবৃন্দ সংগীত পরিবেশন করেন। এছাড়া গোপালগঞ্জ থিয়েটারের পক্ষ থেকে টাকার গাছ নামে একটি নাটক মঞ্চায়িত হয়।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply